Uncategorized

ফেনীর ছাগলনাইয়ায় ছেলের মুক্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন।

ফেনীর ছাগলনাইয়ায় ছেলের মুক্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় ছেলের মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মা বিবি হাজেরা।শনিবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে পূর্ব ছাগলনাইয়া নিবাসী আবদুর মন্নানের স্ত্রী বিবি হাজেরা বলেন, তার দুই ছেলের মধ্যে বড় ছেলে আজহারুল ইসলাম,ছোট ছেলে আবদুল হান্নান ছাগলনাইয়াতে একটা ক্ষুদ্র ব্যবসা (মোবাইল সার্ভিসিং) পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে।তার মামা শশুর আবু আহাম্মদ জালাল আহাম্মদ এর সাথে জমি সংক্রান্ত বিরোধ ০৮/০৩/২২ইং তারিখ থেকে মামলা আদালতে চলমান।গণপ্রজাতন্ত্রী বাংলা সরকার জেলা লিগ্যাল এইড অফিস ফেনী। মামলা নং ১১৯/২২ইং, ৪৭৯/২৪ইং।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ১/০৫/২২ইং ও ০১/০৪/২০২৩ইং তারিখে তার দুই সন্তানকে গাড়ি চাপায় হত্যা চেষ্টা করে। ০৭/০৭/২৩ইং তারিখে আমি অসুস্থ হলে ডাক্তার আশ্রাফুল ইসলামকে প্রভাবিত করে ভুল ঔষুধ খাইয়ে তাকে হত্যা চেষ্টা করে বিবাদীরা।৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর ২০ই আগস্ট বিবাদীরা তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও প্রায় ২ লক্ষ টাকার মোবাইল সার্ভিসিংয়ের মালামাল লুটপাট করে এবং ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয়। জি আর মামলা নং ১৭১ তারিখ ২৭ অক্টোবর ২৪ইং। উক্ত মিথ্যা মামলায় বিগত ১০/১২/২৪ইং তারিখে তার ছোট ছেলে আবদুল হান্নানকে গ্রেফতার করে।সাতদিন কারা ভোগের পর সে জামিন পায় এবং উক্ত মিথ্যা মামলায় বিগত ১৯/০৩/২৫ইং তারিখে তার বড় ছেলে ফেনী সরকারী কলেজ অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থী আজহারুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়। ২৬ দিন কারা ভোগের পর ১৬/০৪/২৫ইং তারিখে সে জামিন লাভ করে।ঐ দিনই জেল গেট থেকে ষড়যন্ত্র মূলক আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।জি আর মামলা নং ৩৬৩/২৪ইং।সংবাদ সম্মেলনে মা বিবি হাজেরা বলেন, উক্ত মামলার বিবরণে আমরা জানতে পারি, ফেনীতে সাইদুল হক সন্ত্রাসীদের হাতে শহীদ হয়।নিহত সাইদুল হকের পিতা রফিকুল ইসলাম বাদী হয়ে ১৪ই আগস্ট ফেনীর আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আমার ছেলের নাম নেই এবং ঘটনার সাথে ছেলের কোন সম্পৃক্ততা নেই।ঘটনার দিন আমি অসুস্থ থাকায় আমার ছেলেরা বাসায় ছিল।এই ছাড়াও ২৭/০৩/২৫ইং তারিখে মিথ্যা মামলা থেকে পরিত্রানের জন্য উক্ত বিষয়ে পুলিশ সুপার বরাবর ও ২১/০৩/২৫ইং তারিখে সেনা ক্যাম্প ফুলগাজী অফিসে লিখিত অভিযোগ দাখিল করছি।তিনি স্বরাষ্ট্র মন্ত্রালয়, ফেনী জেলা প্রশাসক,পুলিশ সুপার,ছাগলনাইয়া থানার ওসি,উপজেলা নির্বাহী অফিসার সহ দেশবাসী সকলের দৃষ্টি আর্কষণ করে নিরপরাধ দুই ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

PlayFortuna Casino

  • অক্টোবর ১৮, ২০২২
img { width: 750px; } iframe.movie { width: 750px; height: 450px; } Казино Play Fortuna ваши шансы на крупные выигрыши