সারাদেশ

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

মোঃ মোমিনুল ইসলাম (দিনাজপুর)

স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছেন সোহাগ ইসলাম।
দিনাজপুরের বীরগঞ্জে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন মো. সোহাগ ইসলাম নামের এক যুবক। তার গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের স্লইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ২ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের কোনো সন্তানাদি নেই। গতকাল রোববার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের তালাক হয়। নিজ বাড়ির উঠানে ১০ লিটার দুধে সোনা ও রুপার অলংকার ধুয়ে দূর্বাঘাস দিয়ে গোসল করেন সোহাগ।

‎দুধ দিয়ে গোসল করার কারণ জানতে চাইলে সোহাগ ইসলাম বলেন, ‘দাম্পত্য জীবনে আমাদের দুজনের মধ্যে মিল ছিল না। তাই গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে স্ত্রীকে তালাক দেই। আমি নতুন করে আবার জীবন শুরু করতে দুধ দিয়ে গোসল করেছি।

এ ব্যাপারে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,