সারাদেশ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন আলোচনা সভা ও লাকি কুপন ড্র।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:
 মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের লাকি কুপনের মাধ্যমে পুরস্কার দিচ্ছে ভূল্লী ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন। মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের মধ্যে এ কুপন বিতরণ করা হয়। বিকাল ৩ ঘটিকায় ভূল্লী শাখা অফিসে শ্রমিকদের নিয়ে লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা জানান, লাকি কুপনের পুরস্কার একটি সাইকেল সহ মোট ৫১ টি পুরস্কার প্রদান করা হয়। মহান মে দিবস উপলক্ষে এ ধরণের লটারী হয়ে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোতালেব হোসেন, ঠাকুরগাঁও সদর থানা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, ভূল্লী ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিন মাসুদ, বালিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ভূল্লী ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী, সহ-সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাস, সহ-সাধারণ সম্পাদক নিশি চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাদক্ষ আব্দুল করিম সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,