সারাদেশ

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠনকরা হয়েছে।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে  সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি,
মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংস্থাটির  ভাইস চেয়ারম্যান সিজুল হক মিনা নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কোবির সোহাগ
সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির যুগ্ন সংগঠনিক সচিব মীর দাউদ হোসেন ও ঝিনাইদহ জেলা কমিটির বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ বিষয়ক সচিব মোঃ তারিফ বিল্লাহ সহ অন্যান্য দায়িত্বশীলগণ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানব অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও ঝিনাইদহ জেলা সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল।
তারপর,
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করে,পরিশেষে আগত অতিথিদের আপ্যায়ন করে আলোচনা শেষ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,