ফরিদগঞ্জে শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

মোঃ সোহেল রানা :
শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ’ চাঁদপুরের ফরিদগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখা-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (০২ মে) সকাল ৯ টায় র্যালিটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা এড. মাসুদুল ইসলাম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চাঁদপুর জেলা সতাপতি অধ্যাপক রুহুল আমিন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক মাও. গোলাম ফারুক ইয়াহিয়া, প্রধান উপদেষ্টা মাও. মোঃ ইউনূস ও মাও. মিজানুর রহমান।
বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। ইসলামী আদর্শই একমাত্র পথ, যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সমাজব্যবস্থার বিকল্প নেই। দিনমজুর শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ নেওয়ারও কথা বলা হয়।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তারা বলেন দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম। শ্রমিকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তাও করা সম্ভব না। বক্তারা আলোচনা সভায় মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়ন সহ শ্রমিকদের কল্যাণ একসাথে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামাআত নেতা শাখাওয়াত হোসাইন ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের উপজেলা সভাপতি মাও. শফিকুল ইসলাম।