বরগুনায় ৬ বাচ্চার জন্ম দিলেন মা।
বরগুনা প্রতিনিধি: আজ বরগুনায় একসঙ্গে ছয়টি বাচ্চার জন্ম দিলেন এক গর্ভবতী মা। বরগুনার একটি বেসরকারি হাসপাতাল, ন্যাশনাল হাসপাতালে মরিয়ম নামে একজন মা একসঙ্গে ছয়টি নবজাতকের জন্ম দেন। ছয়টি সন্তানের মধ্যে ৫টি মেয়ে এবং একটি ছেলে। ডেলিভারি করেছেন ডাক্তার নাজনিন সুলতানা লুলু।এই অলৌকিক ঘটনা শুধু একজন মায়ের সাহস আর ধৈর্যের প্রতীক নয়, বরং ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের দক্ষতা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের বাস্তব ফলাফল।
আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ। আল্লাহ তায়ালা এই শিশুদের জীবন দান করুন। আমিন।” 🍼