সারাদেশ

সশস্ত্র তৎপরতায় যুক্ত ইউপিডিএফ সদস্য গ্রেফতার, সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

লক্ষীছড়ি প্রতিনিধি:
মোহাম্মদ রানা
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনা জোনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক সফল অভিযানে ইউপিডিএফ (মূল) দলের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। অভিযানে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সূত্র জানায়, গত ১১ মে রাত আনুমানিক ২টার দিকে সেনাবাহিনীর দুটি বি-টাইপ টহল দল দুল্ল্যাতলী ইউনিয়নের পূর্ব নাভাঙ্গা এলাকায় একটি বাড়ি ঘিরে অভিযান চালায়। সন্ত্রাসী অবস্থানের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক হন জীবন চাকমা (২৮), যিনি ইউপিডিএফ (মূল) এর একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলেন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি, একটি ইউনিফর্ম সেট, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল, একটি নোটবুক এবং একটি জাতীয় পরিচয়পত্র।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,