সারাদেশ

ঝিনাইদহ কালীগঞ্জে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ 

 মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের  কালীগঞ্জে পাট চাষী প্রশিক্ষণ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০ টা থেকে শুরু হয়ে  দিনব্যাপী চলা এ প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। উক্ত পাট  চাষী প্রশিক্ষণে
উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কেএম আব্দুল বাকি ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভুমি) শাহিন আলম বলেন,বর্তমানে  সোনালী আঁশ পাটের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। পাট চাষীদের আধুনিক চাষ পদ্ধতিতে বেশি বেশি পাট উৎপাদন করতে হবে। তাহলে পাট উৎপাদনে বাংলাদেশের হারানো গৌরব ফিরে আসবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে বলে আমি মনে করি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,