সারাদেশ

সদরপুরে হেরোইন ইয়াবা গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে গত ২৪ ঘন্টার নিয়মিত মাদক বিরোধী অভিযানে হেরোইন ইয়াবা ও গাঁজা সহ ৩ জন কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতা হলেন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরের পুত্র রুবেল মাতুব্বর (৩৬), সদরপুর ইউনিয়নের সতের রশি গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র আরিফ হোসেন (৩৮), এবং সাড়ে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের পুত্র কেসব দাস (৩৫)।
গতকাল দুপুর ১২ টা সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান তাঁর অফিস কক্ষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত  ২৪ঘন্টায় মাদক বিরোধী অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি।  আটককৃত রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা, কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হিরোইন পাওয়া গেছে।
 আটককৃতরা কিছুদিন ধরে  বিভিন্ন এলাকা থেকে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর  নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন আগামীতেও  সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,