সারাদেশ

নাগরপুরে এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন 

শহিদুল ইসলাম (নাগরপুর) প্রতিনিধিঃ সরকারী নতুন পাঠ্য বই বিক্রি, নিয়োগ বানিজ্য, স্কুলের টাকা লুটপাটের অভিযোগে  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নে আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এর  পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
রবিবার (১৮ মে) সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক ও সর্বস্তরের জনগণ এর আয়োজনে আগদিঘুলিয়া এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থী ও এলাকাবাসী বলেন, প্রায় ২৫-৩০ শতাংশ ২০২৫ সালের বই বিক্রি করে দিয়েছে, অনেক শিক্ষার্থী এখনো  বই-ই পায় নাই। তাদের বলা হয়, তোমরাতো পড়াশোনা কর নাই, তাহলে বই দিয়ে কি করবা। এলাকাবাসী আরও বলেন, বই সরকার দিয়েছে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য, কিন্তু বইগুলো সুষম বন্টন না করে স্টোরেস করে বছরের মাঝখানে এসে  প্রধান শিক্ষক বইগুলো বিক্রি করে দিয়েছে। এটি একটি গর্হিত কাজ। তাই এর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার দাবী করছি। এই প্রধান শিক্ষক মজিবুর রহমান তিনি স্কুলের বিভিন্ন নিয়োগে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, নৈশ্যপ্রহরী, আয়া এগুলো নিয়োগের ব্যাপারেও অনেক টাকা লেনদেন  করেছেন। এগুলো কোন হিসাব বিগত কমিটিকে দেয় নাই। বর্তমান কমিটিকেও দেয়া হয় নাই।  ছাত্র ছাত্রীরা বলেন, কেন আমাদের বই বিক্রি করা হলো আমরা বই পাইনা এই বই বিক্রির মাধ্যমে আমাদের এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এই স্কুলের সুনাম নষ্ট করা হয়েছে। তাই আমরা প্রধান শিক্ষক মজিবুর রহমানের পদত্যাগ দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন,  মোকনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, বাগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান, মোকনা ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর ইউপি সদস্য আতিকুর রহমান সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,