সারাদেশ

কাউখালীতে ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১ টায় উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে উত্তর নীলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবিএম ফখরুজ্জামান সহ কমিটি বাতিলের দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন, মোঃ মোশারফ, জিয়াউল হক, আমিনুল হক, ইমদাদ ইসলাম, এমিলি বেগম প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে  কমিটি বাতিল করে যারা নিয়মিত বিদ্যালয় মনিটরিং করতে পারবে তাদের ভিতর থেকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করতে হবে। বক্তারা আরও বলেন,  উল্লেখ্য উক্ত বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষকদের ভিতর গ্রুপিং ও কমিটি নিয়ে বিরোধ লেগেই থাকে। আমরা এর স্থায়ী সমাধান চাই। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,