সারাদেশ

মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ফুঁসে উঠেছে পাইকোশা: সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ৫ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ৫ নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে ফুঁসে উঠেছে পাইকোশা বাজার সমিতি।
শনিবার (২৪ মে) বিকেল ৫ টার দি‌কে পাইকোশা মাসুয়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং হয়রানি বন্ধের জোর দাবি জানান।
পাইকোশা বাজার কমিটির সভাপতি মোঃ মুসির মন্ডল-এর সভাপতিত্বে এবং ওমর মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা কর্তিক সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ গ্রামের পাঁচজন নিরীহ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হয়রানি বন্ধের দাবি জানান।
সভায় বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতা সেলিম এলাকায় বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে মিথ্যা মামলা ও হয়রানির মাধ্যমে নির্যাতন করছেন। বক্তারা সেলিমের এমন কর্মকাণ্ডেরও তীব্র প্রতিবাদ জানান এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই ঘটনায় পাইকোশা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড জামাতে ইসলাম সভাপতি, আঃ রশিদ মুন্সি জয়নাল মাস্টার, ৯ নং ওয়াড বিএন‌পি’র সা‌বেক সাধারণ সম্পাদক আঃ পাইকোশা গ্রামের বা‌সিন্দ হাজী মো. হান্নান , হাজী হালিম , মো. শহিদুল, মো. ফনি মো. বাবুসহ অত্র বাজারের প্রায় ৩ শতাধিক ব্যবসায়ী ও গ্রামবাসী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,