সারাদেশ

দিরাই সরকারি কলেজের ছাত্র জুয়েল খানকে প্রাণনাশের হুমকির অভিযোগ

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
দিরাই সরাসরি কলেজের ছাত্র জুয়েল খানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ মে ২০২৫) রাত ১০টা ১৯ মিনিটে মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হলে দিরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এ ঘটনায় কলেজ ছাত্র জুয়েল খান ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
দিরাউ থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে জুয়েল খান উল্লেখ করেছেন, তিনি দিরাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ।
তার পিতার নাম লিটন খান। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা।
গত শনিবার রাত  ১০টা ১৯  মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘০১৭৪৬৩০০৯৮৭’ অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন কল আসে। সেই ফোনে পুরুষ কণ্ঠের একজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আমাকে এবং আমার পিতা লিটন খান এবং মাতা চেমন আক্তারকে হত্যার হুমকি দেয়।
বর্তমানে আমি আমার পরিবারের কোন নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক  বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কারা ফোন করে এমন হুমকি দিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,