সারাদেশ

পঞ্চগড় শহরের কবরস্থান থেকে গভীর রাতে পাঁচটি কঙ্কাল চুরি

একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
পঞ্চগড় জেলা শহরের এক কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।
১লা জুন রবিবার দিবাগত রাতে পঞ্চগড় পৌর শহরের কাগজিয়াপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে।
কবরগুলো হলো পৌর শহরের তেলিপাড়া এলাকার তসিরুল আলম (৭৫), রাইয়ান আজমী বিজয় (১৫), তোজো মিয়া (৮০), দর্জিপাড়া এলাকার আব্দুস সাত্তার (৭০), কাগজিয়াপাড়া এলাকার হামিদা বেগম (৭০)।
জানাযায়, তসিরুল আলম ২০২৪ সালে, রাইয়ান আজমী বিজয় ২০২২ সালে, তোজো মিয়া ২০২৩ সালে, আব্দুস সাত্তার ২০২৪ সালে এবং হামিদা বেগম ২০২৩ সালে মারা যান।
স্থানীয়রা জানায়, সোমবার ফজরের নামাজের পর কবর জিয়ারত করতে যান আব্দুল কাদের নামে এক ব্যক্তি। এ সময় একটি কবরের মধ্যে সুরঙ্গ দেখতে পান তিনি। পরে আশপাশের লোকজনসহ কবরটি দেখতে গেলে একে একে পাঁচটি কবরে সুড়ঙ্গ দেখা যায়। কবরগুলোতে কোনো মরদেহ নেই। এসময় একটি কবরের পাশ থেকে একটি কালো রংঙের লুঙ্গি পাওয়া যায়।
আব্দুল মঈম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, আমি আর আমার ছোটভাই প্রতিদিন সকালে আমার বাবার কবর জিয়ারত করতে যাই। আজকে আমার ছোটভাই আব্দুল কাদের আমার আগে কবর জিয়ারত করতে গেছে। গিয়ে দেখে বাবার কবরের পাশের পাঁচটা কবর খুড়া। তখন আমাকে কল দেয়। আমি সাথে সাথে আসি। এসে দেখি পাঁচটা কবরের কঙ্কাল নাই। পরে আমি কবরস্থানের সভাপতি, সেক্রেটারিকে জানাই। তারা পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা দুলাল হোসেন বলেন, আমার বাবা তসিরুল আলম ও ভাতিজা রাইয়ান আজমী বিজয়ের কবর আছে এই কবরস্থানে। কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে এমন খবর পেয়ে এসে দেখি বাবা ও ভাতিজারও কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
স্থানীয় মাওলানা আবু তাহের ফিরোজ বলেন, খবর পেয়ে কবরস্থানে আসি। এটি চরম দুঃখজনক ঘটনা। এটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত নিষ্ঠুরতম ও নিন্দনীয় কাজ।
কাগজিয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ ও কবরস্থানের সভাপতি হাসিবুল করিম বলেন, একটা মানুষের সর্বশেষ ঠিকানা তার কবরস্থান। এখান থেকে যদি কঙ্কালগুলো চুরি হয়ে যায়, তাহলে আমরা কার কাছে চাইবো। প্রশাসনের প্রতি আমি অনুরোধ করছি তারা যেনো সজাগ দৃষ্টি দেয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা বিষয়টি তদন্ত করতেছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,