সারাদেশ

পিরোজপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‎পিরোজপুর প্রতিনিধি:-
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২জুন) জেলা ছাত্রদলের আয়োজনে  পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজীর রশিদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান রাজু, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনি, সহ-সভাপতি শাহনাওয়াজ সাকিব শিকদার ও ইমরানুর ইসলাম লীন প্রমূখ।
এসময় সাইদুল ইসলাম কিসমত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা। ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা সমুন্নত রেখেছি এবং গনতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,