সারাদেশ

পাঁচশত পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন যুবক

সখীপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে ৫শত পিস ইয়াবাসহ রুবেল (৩৩),রিজন(২৩) হাসান(২২)সহ তিন যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি বিশেষ দল।

সোমবার (১৬জুন) বিকাল ৪টার দিকে পৌর শহরের ৩নম্বর ওয়ার্ড সিকদার রোডে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টাঙ্গাইলের একটি বিশেষ দল অভিযান চালায়। ওই অভিযানে ৫শত পিস ইয়াবাসহ তিন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি কার্যালয়ে নিয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে সাংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবি পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার স্থানীয়রা জানান, রুবেল এক সময় অনেক ভালো ছেলে ছিল। দীর্ঘদিন যাবত রুবেলের কথাবার্তা, চলাচল এবং কাজকর্ম এলোমেলো । বছর খানেক যাবত বাসায়ও কম থাকে। তবে রুবেল বাসায় আসলে বিভিন্ন পরিচিত-অপরিচিত মানুষের আনাগোনা দেখা যায়।ও এতটা খারাপ হয়েছে তা আমরা কখনো ভাবি নাই।

এবিষয়ে সখীপুর থানার সাব ইন্সপেক্টর (সেকেন্ড অফিসার)
এস আই মোশাররফ হোসাইন বলেন, বিষয়টি আমিও শুনেছি। তবে ডিবি পুলিশ এবিষয়ে সখীপুর থানায় কোন কিছু জানায় নাই। ডিবি পুলিশ আমাদের কাছে হস্তান্তর করলে আমরা বিস্তারিত বলতে পারব।

মোঃ হযরত আলী
সখিপুর উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইল।
১৬/০৬/২০২৫ইং

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,