সারাদেশ

মাদকের কারবার করতেন ঘরেই স্বামী-স্ত্রী, পুলিশের অভিযানে ধরা,

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
নিজের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলো আতাউল করিম ভুট্টো ও তার স্ত্রী রোজিনা আক্তার। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামে ভুট্টোর বসতঘরে অভিযান চালিয়ে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ  মো. শাহজাহান মনির।
তিনি জানান,  তাদের কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে সোমবার স্থানীয় লোকজন একত্রিত হয়ে খুচরা ইয়াবা কারবারি স্বামী-স্ত্রীর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিরোধ করার জন্য মাঠে নামেন। কৌশলে ভুট্টোকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের পরিবেশ ধ্বংস করে দিয়েছে তারা। ইয়াবা ব্যবসায়ী স্বামী স্ত্রীর অবৈধ কাজে বাঁধা দিলে স্থানীয়দের মামলা হামলা থেকে শুরু করে বিভিন্ন হয়রানি করেন। সমাজের কীট এসব মাদক কারবারিদের কঠিন শাস্তি হওয়া উচিত।
গর্জনিয়া ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহজাহান মনির  আরও জানান, সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ ভুট্টোকে আটক করা হয়েছে। তার স্ত্রী রোজিনা আক্তারকেও আটক করা হবে। এর আগেও ভুট্টো ও রোজিনা ইয়াবাসহ আটক হয়ে কারাভোগ করেছে। জেল থেকে বের হয়েই পুরোনো ব্যবসা শুরু করে তারা।###

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,