রাজনীতি সারাদেশ

তুহিনকে বিএনপির এমপি প্রার্থী মনোনীত করায় চাটমোহরে আনন্দ মিছিল

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার ( পাবনা)

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি,পাবনার কৃতি সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের এমপি প্রার্থী মনোনীত করায় চাটমোহর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনান্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকালে চাটমোহর পৌর সদরের দোলং এলাকা থেকে বিশাল একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্টান্ডে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সম্পাদক ও বিএনপি নেতা এ্যাড.আরিফা সুলতানা রুমা,সাবেক ভিপি সেলিম রেজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম,ছাত্রদল নেত্রী জান্নাতুল নাঈম প্রমুখ। বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন,ঢাকা দক্ষিণ বিএনপি’র সদস্য,ছাত্রদলের সাবেক নেতা এ্যাড.আরিফা সুলতানা রুমা,সাবেক ছাত্রদল নেতা ও চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ,রেজাউল করিম রেজা,ছাত্রদল নেতা রাকিব হাসান প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম।
পথসভায় এ্যাড,আরিফা সুলতানা রুমা বলেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন শুধু চাটমোহর কিংবা পাবনার নেতা নন। তিনি সারা বাংলাদেশের নেতা। তাকে পেয়ে আমরা গর্বিত। কেউ যদি তার ব্যাপারে বিরুপ মন্তব্য করেন,তাহলে তারা আর বিএনপিতে থাকতে পারবেন না। রুমা বলেন,আমরা দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন করেছি। হামলা মামলার শিকার হয়েছি। অসংখ্য মামলা আমাদের নামে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় কেউ কথা বলতে পারেনি,স্বাধীনভাবে বিএনপি নেতা-কর্মী চলতে পারেনি। এখন সেদিন বদলেছে। বিএনপি আর কখনও আওয়ামী লীগকে আসতে দিবেনা। তিনি বলেন,হাসান জাফির তুহিন অসংখ্য মামলার আসামি। তাকে জেল জুলুম সহ্য করতে হয়েছে। পালিয়ে থাকতে হয়েছে। সে জাতীয় নেতা। তাকে তথা ধানের শীষকে বিজয়ী করতে একসাথে কাজ করতে হবে। এ্যাড.রুমা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সাংবাদিক ভাইয়েরা এখনও দ্বিধা-দ্বন্দ্বে আছেন যে,তুহিন মনোনয়ন পাবেন কিনা। আমি সাংবাদিক ভাইদের বলি আগামী ৪ জুলাই ভাঙ্গুড়াতে আসেন,দেখেন। তুহিন ভাই মনোনয়ন পেয়েছেন কিনা। তিনি বিএনপি ও সকল অঙ্গ সংগঠণের নেতা-কর্মীদের ধানেরশীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহবান জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,