সারাদেশ

পঞ্চগড় সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু করায় যুবককে কারাদণ্ড 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় সীমান্তে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় উত্তোলনকারীকে ৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। ২জুলাই নীলফামারীর ৫৬ বিজিবি এ অভিযান পরিচালনা করে। বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় যে কোন ধরণের চোরাচালানসহ অবৈধভাবে বালু উত্তোলন দমনে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
অভিযানের ধারাবাহিকতায় ০২ জুলাই বিকেল ৫টায় অভিযান পরিচালনা করা হয়।
নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর পরিকল্পনায় পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি এর অধীনস্থ মালকাডাঙ্গা বিওপির ০২ টি টহল দল (নিয়মিত ও বিশেষ) অভিযান চালায়।
জানা যায়, ৭৭৫/১৭-এস নাম্বার সীমান্ত পিলার হতে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেরুবাড়ী মাঠ নামক স্থানে সীমান্ত সংলগ্ন বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোরামারা নদী এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এখবর জানতে পেরেই অভিযান পরিচালনা করেন বিজিবি।
স্থানীয়রা জানান, এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করতো। ঘটনার দিন এখবর জানতে পেরে বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির নিয়মিত ও বিশেষ টহল দলের সদস্যরা অসাধু ব্যবসায়ীদের ধাওয়া করলে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে গেলেও চালক ফরহাদ হোসেন পালিয়ে যেতে পারেনি। আটক ফরহাদ হোসেনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুলঝুলা এলাকায়। সে একই এলাকার রবিউল ইসলামের ছেলে। এসময় বালু ভর্তি একটি মহেন্দ্র ট্রাক্টরসহ আটক করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জুলাই রাতে ফরহাদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে মহেন্দ্র ট্রাক্টর চালক ফরহাদ হোসেনকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নিলাম না হওয়া পর্যন্ত মহেন্দ্র ট্রাক্টরটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়। নিলাম না হওয়া পর্যন্ত আটক মহেন্দ্র ট্রাক্টরটি মালকাডাঙ্গা বিওপির হেফাজতে থাকবে বলে জানান বিওপির দায়িত্বরত কর্মকর্তা।
প্রেস বিজ্ঞপ্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সুরক্ষাসহ চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধ ছাড়াও সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু, পাথর উত্তোলন প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে সীমান্ত এলাকায় চোরাচালানসহ অবৈধভাবে বালু, পাথর উত্তোলন রোধে নীলফামারী ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত থাকবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বিজিবি কর্তৃক এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,