সিরাজগঞ্জে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সম্পত্তি লিখে নিলেন দুই ছেলে
জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মা-বাবাকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে পাঁচ বিঘা সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামে এমনই ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে দুই সন্তানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাবা-মা।
সম্পত্তি লিখে নিয়ে বড় ছেলে মোক্তার আলী মন্ডল ও ছোট ছেলে মানিক মন্ডল বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃদ্ধ মা বাবা বলেন, দুই ছেলে নিয়েই ছিল আমাদের সংসার। আমার স্বামী সহজ-সরল। সেই সরলতার সুযোগ নিয়ে কৌশলে শেষ সম্বলের জমি জমা দুই ছেলে মোক্তার মন্ডল ও মানিক মন্ডল তাদের নামে লিখে নিয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, সম্পত্তি লিখে নেওয়ার পর যখন ছেলেদের সঙ্গেই তাদের ঘরে থাকতে হয়েছে। সে-সময় প্রায়ই না খেয়েও থেকেছি। পেটের তাগিদে রাস্তায় রাস্তায় কাজ করেছি। এইসব কষ্ট সহ্য করতে না পেরেই বাড়ি ছেড়ে এখন বাড়ির পশ্চিম পাশে টিনের তৈরি ছোট্ট একটি ঘরে বসবাস করছি।
কীভাবে সম্পত্তি লিখে নিল ছেলেরা, প্রশ্নে ভুক্তভোগী সানোয়ার হোসেন মন্ডল জানান, দুই ছেলে তার টিপসই চাইলে তিনি তা দিয়ে দেন। এরপর দুই ছেলে মিলে যা শিখিয়েছে তাই বলেছেন। এভাবেই যে সম্পত্তি তারা নিজেদের নামে লিখে নিয়েছে তিনি বুঝতেই পারেননি।
অভিযুক্ত বড় ছেলে মোক্তার আলী মন্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন। বলেন,বাবা-মায়ের সব অভিযোগই মিথ্যা। বাবা নিজের ইচ্ছায় আমাদের নামে জায়গা লিখে দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু জানান, দুই ছেলে মিলে তাদের বাবার সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার ঘটনাটি সত্যি। আমি দুই ছেলেকে অনেকবার বলেছি। কিন্তু তারা কিছুই শুনেনি। তার দুই ছেলে খুবই খারাপ।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান, এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আমার জানা নেই। কেউ কোনো অভিযোগও দায়ের করেনি। তবে আমি খোঁজে নিচ্ছি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।