দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

মোঃমোমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপালে ভর্তি করা হয়।
শনিবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে শহরের কালীতলা মাহবুব রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ছেলে রিয়াজ উদ্দিন (২০), বাড়ির মালিক মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫)। প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলু স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তার ছেলে স্বচ্ছ (১৩), প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সজীব (২৬)।
দগ্ধ সজীব বলেন, দোকান থেকে নতুন সিলিন্ডার বাসায় আনা হয়। সেটি সংযোগ দেওয়ার পর থেকেই লিকেস দেখা যায়। লিকেজ বন্ধে কয়েকজন চেষ্টা করার এক পর্যায আগুন ধরে যায়। ওই অবস্থায় রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি লিকেজ বন্ধ করার জন্য পুনরায় রান্নাঘরে প্রবেশ করে। এসময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে আগুন দেখতে আসা প্রতিবেশীসহ আটজন আহত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার ইসরাত রূপালী ও ডাক্তার নেন্সি জানান, পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে দগ্ধ আটজন ভর্তি হয়। এদের মধ্যে রিয়াজউদ্দিনের শরীরের ২৪ শতাংশ দগ্ধ ও শ্বাসনালী পুড়ে গেছে। অসংখ্যজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আটজন দগ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।