ব্যবসায়ের ভাগ না দেওয়ায় নিশংস হত্যা।
বরগুনা প্রতিনিধি ঃ ব্যবসায়িক বনিবনা না হওয়ায় পুরান ঢাকায় মিটফোর্ড রোডে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ কে মহন নামে তার এক বন্ধু কয়েকজন সহযোগী নিয়ে নির্মমভাবে হত্যা করে যার ভিডিও পুরো দেশে এখন ভাইরাল। এই সোহাগের বাড়ি বরগুনা জেলার ৭ নং “ঢলুয়া “ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বান্দরগাছিয়া গ্রামে। স্থানীয় এবং বিভিন্ন শত্রু থেকে রক্ত তথ্য মতে সোহাগ অনেক বছর ধরে ভাঙাড়ি ব্যবসার সঙ্গে যুক্ত। আগে সে পলাশ নামে একজনের অধীনে কাজ করতো। চার-পাঁচ বছর আগে সোহাগ আলাদা ব্যবসা শুরু করেন। অনেক পরিশ্রমে তিনি সচ্ছলতার মুখ দেখেন। মহিন এর সাথে তার সম্পর্ক বন্ধুত্বের। মাঝেমধ্যে বাসায় যেতেন, খাওয়া-দাওয়া করতেন। সর্বশেষ কিছুদিন ধরে ব্যবসার অর্ধেক ভাগ দাবি করে আসছিল স্থানীয় যুবদল নেতা “পরিচয়” দেওয়া মহিন।উল্লেখ্য সোহাগ নিজেও যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিল ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সোহাগকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে৷ মৃত্যুর পর তার বুকের উপর উঠে লাফাচ্ছে হত্যাকারীরা। পাথর দিয়ে থেতলে দিচ্ছে মাথা।আশেপাশে শত শত মানুষ ছিল, কেউ এগিয়ে আসছে না ভয়ে। নিহত সোহাগের ১৪ বছর ও ১১ বছরের দুটি সন্তান রয়েছে। একজন ষষ্ঠ শ্রেণীতে ও অন্যজন চতুর্থ শ্রেণীতে পড়ে। স্থানীয়ভাবে জানা যায় সোহাগ তার নিজ এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে তার নিজ এলাকায় একটি নির্মাণাধীন মসজিদে এক লাখ টাকা দান করেন। সকলের দাবি একটাই এমন প্রশংসা তা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। অপরাধী যেই দলেরই হোক তাকে যেন কোন প্রকার ছাড় দেয়া না হয়।