সারাদেশ

বিচার বিভাগীয় সচিবালয়ের দাবীতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয়ের দাবীতে পঞ্চগড় জেলা জজ আদালতের আইনজীবী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা জজ আদালত চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি মানববন্ধনের আয়োজন করে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আদম সুফি’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আদম সুফি ,পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা আইনজীবী সমিতির আহবায়ক কমিটির আহবায়ক এডভোকেট মাহবুবুর রহমান, সদস্য এডভোকেট মির্জা আমিরুল ইসলাম, সদস্য এডভোকেট গোলাম হাফিজ, এডভোকেট আহসান হাবিব, জেলা জজ আদালতের জিপি এডভোকেট এমএ বারি।
বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কারের জন্য বিচার বিভাগকেও সংস্কার করতে হবে। দীর্ঘ সময় ধরে চরে আসছে। হাইকোর্ট বিভাগ, বিচার বিভাগকে নিয়ে আলাদা সচিবালয় গঠন করতে হবে।
জনগনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ও বিচারকদের জন্য আলাদা সচিবালয় হলে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এরআগে বিগত সরকার বিচার বিভাগকে নিজেদের মত করে ব্যবহার করেছে। প্রতিটি সেক্টরে আলাদা করে বিচার বিভাগ রাখার নিয়ম থাকলও বিচার বিভাগের জন্য আলাদা বিচার বিভাগ নেই। বিচার বিভাগের স্বাধীনতা থাকলে কেউ বিনা বিচারে জেলে যাবেনা। পৃথক বিচার বিভাগ না থাকলে একটি বিভাগকে টেলাঠেলি করতে থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে পৃথক বিচার বিভাগকে আলাদা করা প্রয়োজন। আইন মন্ত্রনালয় আইন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। আমাদের দাবি আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে পৃথক বিভাগ করতে হবে। আইন বিভাগের সাথে বিচার বিভাগ এক সাথে থাকার কারনে সাধারন মানুষ মৌলিক অধিকার হতে বঞ্চিত করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,