সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের  বিক্ষোভ মিছিল 

পিরোজপুর প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নীলিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫ টায় পিরোজপুর পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মনিটরিং টিম – ১৬ এর প্রধান নাসির উদ্দিন মোল্লা, পিরোজপুর জেলা বিএনপির আহ্ববায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব লাভলু গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং জেলার আওতাধীন সকল ইউনিট ও জেলার ৫৪ টি ইউনিয়নের নেতা কর্মী।
এ সময় বক্তারা জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এদেশের মানুষকে হত্যা করেছিল, লুটতরাজ করেছিল। কিন্তু আজ পর্যন্ত এই দলটি এদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। এছাড়া আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকে ছিল। অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ও আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত। এছাড়া সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান নেতৃবৃন্দ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,