সাবেক এমপি আব্দুল লতিফ বিশ্বাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ বিশ্বাস এর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (১৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল আহমেদ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, এনায়েতপুর থানার অধীন জি.আর. মামলা নং ৬৪/২৪ এর আসামি হিসেবে আব্দুল লতিফ বিশ্বাসকে সকাল ১১ টায় শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁর ৭ দিনের রিমান্ড আবেদন করেন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ।
রিমান্ড আবেদনের বিপক্ষে আসামিপক্ষের আইনজীবীগণ কায়সার আহমেদ লিটন, বিমল কুমার, আব্দুল হামিদ, সেলিম হোসেন ও আব্দুল লতিফসহ ৮-১০ জন আইনজীবী তীব্র আপত্তি জানান। অপরদিকে রাষ্ট্রপক্ষের সিএসআই, তদন্ত কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন কবির কর্নেল ও নাসির উদ্দিনসহ ৭-৮ জন আইনজীবী রিমান্ডের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন।
উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর বিজ্ঞ বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, তদন্ত কর্মকর্তা আসামিকে জেল থেকে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া শুরু করবেন।