দেশে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করবে – কেন্দ্রীয় বিএনপির নেতা আজাদ

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
দেশে সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় এসে সরকার গঠন করবে। এটা একটি দল বুঝতে পারছে। তারা নির্বাচনে পরাজিত হবে এটা জেনেই তারা নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র করছে আর বলে বেড়াচ্ছে দেশে নাকি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। তারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করছে। ১৭ জুলাই বুধবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় এক বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি দেবীগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিজয় চত্বরে এসে শেষ হয়।
ফরহাদ হোসেন আজাদ বলেন, তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছিলেন। সেখানে নির্বাচনের সময়ও ঠিক করা হয়েছিল। কিন্তু জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান নির্বাচন না হওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র মূলক মিথ্যাচার, ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল যৌথ ভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সমাবেশে বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, মিডফোর্ডে যে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা ব্যবসায়ীক দ্বন্দের কারনে হয়েছে। রাজনৈতিক কারনে এ হত্যাকান্ড ঘটেনি। যেখানে হত্যাকান্ড ঘটেছে তার পাশেই ছিল আনসার ক্যাম্প। তারা তো দেখেছে কি কারনে হত্যাকান্ড ঘটেছে। আরও তো দুটি হত্যাকান্ড ঘটেছে তাদের ব্যাপারে তো কারো কোন মাথা ব্যথা নাই। এ হত্যাকান্ডের ব্যাপারে সবার এত মাথা ব্যথা কেন। ৯ তারিখে হত্যা কান্ডের ঘটনা ঘটেছে অথচ ১১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা হতে সাধারন ছাত্র ছাত্রীদের ব্যানারে তাদেরকে দিয়ে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশ্লীল শ্লোগান দেয়া হয়। তারেক রহমান ওয়ান ইলেভেনের আগ থেকে বিদেশে ছিলেন। অথচ তারেক রহমানের নামেই মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে।
জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, তারেক রহমান ওয়ান ইলেভেনের পরে সব চেয়ে বেশি নির্যাতিত ব্যক্তি। তার নামে একের পর মিথ্যা মামলা দেয়া হয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, ডাঃ নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন, উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রাজু,
সেচ্ছাসেবক দলের কাদেরী কিবরিয়া রানা।
মিছিলে দেবীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর যুবদল, সেচ্ছাসেবক দল শ্রমিক দল, মহিলা দলসহ সকল বঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।