সারাদেশ

জয়পুরহাটে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৬ জুলাই ২০২৫ইং
জয়পুরহাটে ফসলের মাঠে কাজ করতে গিয়ে আব্দুল হান্নান জাফর (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬) জুলাই দুপুর দুইটার দিকে জেলার ক্ষেতলাল উপজেলার আমিড়া গ্রাম সংলগ্ন ফসলের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান জাফর উপজেলার আমিড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। সে আক্কেলপুর এম.আর ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, কলেজছাত্র আব্দুল হান্নান জাফর আমন ধানের চারা রোপণের জন্য মাঠের জমি প্রস্তুত করছিলেন। সেসময় বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,