সারাদেশ

মহেশপুর সীমান্তের কোদলা নদীত থেকে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ থেকে মোঃ আজাদঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাঠিলা সীমান্তের কোদলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পুলিশ বিএসএফ যৌথভাবে বুধবার দুপুরে লাশটি উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার মাঠিলা গ্রামের কুঞ্জের মাঠ সংলগ্ন কোদলা নদীর ভারতীয় পাড়ের কুলিয়া গ্রামে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা মৃতদেহ দেখতে পায়। পরে তারা বিজিবিকে জানালে বিজিবি দ্রæত বিএসএফকে অবহিত করে। খবর পেয়ে বিএসএফের উপস্থিতিতে বাগদা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মহেশপুর – ৫৮ বিজিবি’র কোম্পানির অধিনায়ক লে.কর্নেল রফিকুল আলম জানান, লাশ ভাসতে থাকার খবর পেয়ে তারা বিএসএফকে জানালে তারা পুলিশ দিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিখোঁজ থাকার খবর তাদের কাছে নেই এবং মৃতদেহটির পরিচয়ও জানা যায়নি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,