সারাদেশ

চিরিরবন্দরে জাতীয় ভোক্তা অধিকারের ৪ ব্যবসায়ীকে জরিমানা 

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে।
গতকাল ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজার ও চম্পাতলী বাজারে এ অভিযান পরিচালনা করে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযান পরিচালনা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।
এসময় তিনি উপজেলার রানীরবন্দরের সুইহারী বাজারে মুমু মেডিসিন ষ্টোর ও মেসার্স নওশাদ এন্ড ব্রাদার্স এবং চম্পাতলী বাজারে দুইটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেন। এদিকে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিমের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখেন।
অভিযানে দিনাজপুর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিমকে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,