নওগাঁর সাবেক এমপি ছলিম উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা

নওগাঁ প্রতিনিধিঃ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, তার স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ জুলাই) ঢাকায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, ছলিম উদ্দিন তরফদার ৫ কোটি ৯৩ লাখ ৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখেন। যা সম্পূর্ণভাবে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।
দুদক জানায়, শুধু ছলিম উদ্দিন নয়, তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের বিরুদ্ধেও ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছে দুদক। মামলায় উল্লেখ করা হয়, সংসদ সদস্য থাকার সময় ছলিম উদ্দিন দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রীর নামে স্থানান্তর করেছেন। যা পরবর্তীতে শামীমা আক্তার নিজ নামে ভোগ দখলে রেখেছেন। এ কারণে এ মামলার আসামির তালিকায় ছলিম উদ্দিনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুদক জানায়, সাবেক এই সংসদ সদস্যের ছেলে সাকলাইন মাহমুদের বিরুদ্ধেও অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার নামে ইটভাটা ও বিভিন্ন স্থাপনা রয়েছে। এছাড়াও তার নামে ও বেনামে আরও সম্পদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।