সারাদেশ

জাজিরায় মাদকবিরোধী অভিযানে হিরোইন-গাঁজাসহ গ্রেফতার চারজন

মুহাম্মদ বরকত মোল্লা
শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরায় অভিযান চালিয়ে চার গ্রাম হিরোইন ও পঞ্চাশ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আইয়ুব আলী (২৯), তার স্ত্রী নাসরিন (২৬), নুর হোসেন খান (৩০) এবং ইমন মাদবর (২৬)। চারজনেরই বাড়ি শরীয়তপুরের পালং মডেল থানার শৈলপাড়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেনসহ একটি পুলিশ দল ওই সময় নিয়মিত কিলো-২ ডিউটিতে নিয়োজিত ছিলেন। রাত ১২টা ২০ মিনিটের দিকে কাজিরহাট বাজার এলাকায় অবস্থানকালে তারা গোপন সূত্রে জানতে পারেন, নতুন স্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সেখানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে মোঃ আইয়ুব আলীর প্যান্টের পকেট থেকে ২ গ্রাম হিরোইন, তার স্ত্রী নাসরিনের হাতে থাকা ব্যাগ থেকে ১ গ্রাম, নুর হোসেন খানের পকেট থেকে ১ গ্রাম হিরোইন এবং ইমন মাদবরের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হিরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা এবং গাঁজার মূল্য প্রায় ১ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(ক) ও ১৯(ক) অনুযায়ী পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “মাদকবিরোধী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে জাজিরা থানা পুলিশ। এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,