সারাদেশ

জুলাই আগষ্টে শহীদ আবু সাঈদের বাড়ি পঞ্চগড়ে দোয়া অনুষ্ঠান 

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
সৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদের বাড়িতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৪ সালের ১৯ জুলাই আবু সাঈদ শহীদ হন।
১৯ জুলাই শনিবার দুপুরে আবু সাঈদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও তাদের বিদেহী আত্বার মাগফেরাত এবং আশু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানটি বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপি বোদা উপজেলা শাখা আয়োজন করে।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের প্রধানেরহাট এলাকায় নিহত আবু সাঈদের বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আবু সাঈদের পুত্র আল আমিন তার বক্তব্যে বলেন, আমাদের দাবি তিনি যেন আমাদের পরিবারের পাশে দাঁড়ায়। আমার বাবা মারা যাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ আমাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। সে দায়িত্ব হিসেবে ভবিষ্যতেও যেন তিনি আমাদের পরিবারের পাশে থাকেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, আবু সাঈদ যখন পুলিশের গুলিতে শহীদ হন তখন আমি ঢাকায় অবস্থান করছিলাম। মারা যাওয়ার পর তার লাশ খুজে বের করে তার পকেটে থাকা ভোটার আইডি কার্ড দেখে আমরা নিশ্চিত হই তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে। তখন আমরা এম্বুলেন্স ভাড়া করে তার লাশ এলাকায় নিয়ে আসি। লাশ আনার পরে এলাকার লোকজন জানাজা ও দাফন করতেও বাধা দেন। পরে অল্প সময়ের মধ্যে জানাজা পড়ে তাকে দাফন করা হয়।
তিনি আরও বলেন, ফ্যাসিষ্টের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সকল দলত একত্রিত হয়ে নির্বাচনে অংশ গ্রহন করার আহবান জানান। সিনিয়র নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য না দেওয়ার জন্য আহবান জানান।
এসময় শহীদ আবু সাঈদের স্ত্রী, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ উপজেলা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,