প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ এর সুযোগ পেলেন কচুয়ার ওছিবুর

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বাগেরহাট জেলার মোঃ ওছিবুর রহমান। তার বাড়ি কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নে উত্তর কাকারবিল গ্রামে।
আগামী ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাগেরহাট জেলা থেকে ঢাকার চীন মৈত্রী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আগামীকাল তার অংশ নেওয়ার কথা থাকলেও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দেশব্যাপী শোক পালন করার কারণে আগামী ২২ শে জুলাই এর পরিবর্তে অনুষ্ঠানটি একদিন পিছিয়ে ২৩ শে জুলাই করা হয়েছে।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এবং বাগেরহাট সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব ফেরদৌস আনসারীর সার্বিক তত্ত্বাবধানে দেশের বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত অতিথির তালিকায় বাগেরহাট থেকে তিনি ইতিমধ্যে গন্তব্যে পৌঁছেছেন। বর্তমানে অন্যান্য অতিথিদের সাথে নির্ধারিত হোটেলে অবস্থান করছেন। গলদা চিংড়ির ক্লাষ্টারে সফল হওয়ায় চিংড়ি চাষি হিসেবে তিনি এই আমন্ত্রণ পেয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ জুলাই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাবেন।