বেনাপোল পৌর বিএনপির মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

জাকির হোসেন, বেনাপোল-শার্শা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেনাপোল পৌর শাখার উদ্যোগে মহিলা দলের কর্মী সমাবেশে হাজার হাজার মহিলা কর্মীদের জনসমুদ্রে রুপ নেয়।
১লা আগস্ট শুক্রবার বিকাল ৩ টার সময় বেনাপোল পৌর বিয়ে বাড়িতে যশোর জেলা মহিলা দলের রাশিদা খাতুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু করা হয়। এ সময় পৌর বিয়ে বাড়ির সব কয়টি কক্ষেও জায়গা হয়নি।
অনেকেই দাঁড়িয়ে এই সমাবেশের নেতাদের বক্তব্য শোনেন।
সমাবেশে বক্তারা বলেন, এই কর্মী সমাবেশে দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রমের গতিশীল করা এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামকে বেগবান করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, যুগ্ম সম্পাদক রাফাত আরা জলি, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন(আমু)দপ্তর সম্পাদক এডভোকেট মৌলুদা পারভীন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দীন,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,
যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ , যুগ্ন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বাবু,পৌর বিএনপির সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন সহ-সভাপতি ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আতারুজ্জামান আক্তার,অর্থ সম্পাদক আব্দুস সামাদ, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু,মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার।জুলেখা খাতুন, জোসনা বেগম,হেনা খাতুন,
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ
সদস্য সচিব ওমর ফারুক,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন,সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল আরিফ সহ বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।