বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে পালিত হচ্ছে ফাতেহা শরীফ

শিমুল তালুকদার
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকেঃ
বিপুল উৎসাহ উদ্দিপনা ও ধর্মিয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে আরবি মাসের ৭ ই সফর অনুযায়ী ইংরেজি ২ আগষ্ট হিসেবে পালিত হচ্ছে ফাতেহা শরীফ। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে জাকেররা ছুটে আসছেন পীরে কামেল হযরত মওলানা খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) এর কদমে।
দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন পরিবহন যোগে জাকেরান, আশেকান, ও ভক্তবৃন্দের সমাগমে ক্রমেই পরিপূর্ণ হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। জাকেরদের আল্লাহু আকবর তাকবিরে মুখরিত দরবার শরীফের পুরো এলাকা। যতই সময় যাচ্ছে ততোই জাকেরানদের উপস্থিততে কানায় কানায় পূর্ণ হচ্ছে দরবার শরীফের সমগ্র এলাকা।
জাকেরদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছে সেচ্ছাসেবক বাহিনী, নির্মান করা হয়েছে নামাজের স্থান, টয়লেট, এবং দরবার শরীফের সমগ্র এলাকা জুরে আয়োজন করা হয়েছে লাইটিং ব্যবস্থা।
ফাতেহা শরীফ উপলক্ষে দরবার শরীফে পালিত হবে বিভিন্ন কর্মসূচি।
আজ শুক্রবার রাতভর মিলাদ মাহফিল, জিকির আসকার, ও ধর্মিয় বয়ানের মধ্য দিয়ে পালিত হবে ফাতেহা শরীফ।
আগামী কাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাতেহা শরীফের কর্মসূচি।