পাটকেলঘাটায় সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণের চেষ্টা

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::
সাতক্ষীরা তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর গাড়িচালক মুস্তাফিজের বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে বন্ধ হয়ে থাকা পাঁচতলা ভবনের নির্মাণ কাজ আবারও শুরু করার অভিযোগ উঠেছে। কয়েক বছর আগে মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমান এই পদে দায়িত্ব পালনকালে প্রায় আট শতক সরকারি জমিতে সিসি পিলার বসিয়ে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করেন। স্থানীয় জনগণ ও সাংবাদিকদের নির্ভীক প্রতিবেদন এবং প্রতিবাদী অবস্থানের কারণে সেই নির্মাণ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মোখলেছুর ও মুস্তাফিজ স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর স্বার্থে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্মাণ কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, তারা সরকারিভাবে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় সম্পত্তি দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছেন।
একটি পক্ষ দাবি করছে, এ্যাসিল্যান্ডের গাড়ি রাখার উদ্দেশ্যে একটি ছোট ঘর নির্মাণ করা হচ্ছে। তবে জানা গেছে, পাশের নায়েব অফিসে এর আগেই একটি ঘর নির্মিত গাড়ী রাখার জন্য।। এ অবস্থায় শনিবারের ছুটির দিনে এ্যাসিল্যান্ড অফিসের পাশেই সরকারি জমিতে ভবন নির্মাণের দৃশ্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এবং তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি জানাতে ফোন করা হলেও, সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি খোঁজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।