সারাদেশ

হাটিকুমরুলে ট্রানজিট মিক্সচার উল্টে চালকের মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের সলংগা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় ট্রানজিট মিক্সচার গাড়ি উল্টে একজন চালক নিহত হয়েছেন। শনিবার (৩ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম মোঃ মাসুদ (৪৭)। তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রাম ভদ্রপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ হাসান এবং মাতার নাম মোছাঃ পারুল বেগম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া জেলা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বরের দিকে আসার পথে ট্রানজিট মিক্সচার (রেজি. নম্বর: ওয়ান টেস্ট ৭২) নামক গাড়িটি সলংগা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশে উল্টে যায়। এতে চালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,