শিক্ষাঙ্গন

ইবিতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন বরণ

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক (সম্মান) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

 

সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক আয়োজন মঞ্চায়িত হয়।

 

এ সময় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো.শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. শেলীনা নাসরীন। এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা বিশ্ববিদ্যালয় জীবন ও উচ্চতর শিক্ষা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

 

এসময় ড. মো. শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘ একটা ভর্তি যুদ্ধে জয়ী হয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। আজকে তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। তোমরা পরিবার থেকে অনেক দূরে এসেছো। এখানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ তোমার পরিবার। এখানে তোমরা সিনিয়র জুনিয়র সম্পর্ক বজায় রেখে চলবে। আমাদের বিভাগ থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন দেশে উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশ্যে গিয়েছে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত আছে। এ বিভাগ থেকে দেশে এবং বহির্বিশ্বে তোমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে।”

 

এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং কোন সমস্যায় পড়লে বিভাগকে জানানো ও বিভাগ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর