সান্তাহারে করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার শখের পল্লী ইকো পার্কে আজ বেলা দুই ঘটিকার সময় উত্তর বঙ্গের আঞ্চলিক পত্রিকা দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।
আজ (১২ আগস্ট) মঙ্গলবার বেলা দুই ঘটিকার সময় শখের পল্লী ইকো পার্কের সভাকক্ষে বহুল প্রচারিত ও জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক করতোয়ার পত্রিকার উপজেলা পর্যায়ে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।
দৈনিক করতোয়ার পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও জহির রায়হান শুভ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, শখের পল্লীর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলাম, সান্তাহার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ,
এছাড়াও দৈনিক করতোয়া পত্রিকার সুবর্ণ জয়ন্তী পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সাগর খান, আবু বকর সিদ্দিক বক্কর, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মাহমুদুল আলম, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, পৌর যুবদলের দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, পৌর কাজী নজরুল ইসলাম জিহাদী, এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।