চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের উপর হামলা

আহত বন্দর থানার এসআই হলেন- আবু সাঈদ রানা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই রাস্তায় নামেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবি জানান। রাতে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করেছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সোমবার গভীর রাতে স্থানীয় যুবলীগ ‘ক্যাডার’ শাকিলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। মাথা ও হাতে গুরুতর জখম হয়েছেন তিনি।
বন্দর থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, এসআই আবু সাঈদ রানাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্ষন্ত আজ মঙ্গলবার সেনাবাহিনী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের উপর হামলায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।