শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)এর বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কলেজে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ও যুবদের অংশগ্রহনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস মঙ্গলবার(১২ আগষ্ট) পালিত হয়েছে।
বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস প্রকল্পের আওতায় সুইডিশ দূতাবাসের অর্থায়নে দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
র্যালী শেষে কলেজের সহকারী অধ্যাপক শিবেন্দু তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলঅ কৃষি অফিসার নাজমুল হুদা। প্রধান অতিথি দিবসটির গুরুত্ব ও সমাজ উন্নয়নে যুবদের ভূমিকা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি সদস্য নীপা চক্রবর্তী, দেবাশীষ গায়েন, সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সিএনআরএসের সাইট অফিসার তৌহিদ হাসান,কলেজের শিক্ষক আবু তালেব, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ ।
আলোচনাশেষে যুব ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পর স্থানীয় যুবরা শ্যামনগরের জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানির ব্যবস্থা, অবৈধ নাইনটি অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনা, চর বনায়ন ধবংস, খাল দখল, খাল ও চর ইজারা বাতিল সংক্রান্ত দাবিদাওয়া সম্বলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করেন।
অপরদিকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,শ্যামনগর থানার এসআই আজিয়ার রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, জনিরুল ইসলাম প্রমুখ।