সারাদেশ

ধামরাইয়ে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে ধামরাই উপজেলায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় পিএমকের ধামরাইয়ের কালামপুর শাখা অফিস থেকে ধামরাই পৌরসভা সংলগ্ন শহরের প্রধান সড়ক,ঢাকা- আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালামপুর শাখা অফিসে এসে এ র‍্যালিটি শেষ হয়।শোভাযাত্রা শেষে কালামপুর শাখা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তের উপ পরিচালক জনাব মোঃ হাফিজুর রহমান বলেন উন্নয়নে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও স্বচ্ছতা প্রয়োজন। অবশ্যই তরুণ সমাজকে কঠোর পরিশ্রমী, ত্যাগী দৃষ্টিভঙ্গি,  সততা এবং নেতৃত্ব প্রদানে উল্লেখযোগ্য ভূমিকা রাখাতে হবে।
উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির পিএমকের কর্মসূচি ব্যবস্থাপক, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, রেইজ প্রকল্পের সমন্বয়কারী টিমের সকল কর্মকর্তাগণ,এবং রেইজ প্রকল্পের অংশীজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সর্বস্তরের জনগণ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,