ইসলামী বিশ্ববিদ্যালয় ঐক্যমঞ্চের নেতৃত্বে হাসেম-ইমদাদ

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একত্রিত করে সৃজনশীল পরিবেশ বজায় রাখা এবং এর বিকাশের লক্ষ্যে গঠিত ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ “ঐক্যমঞ্চ”-এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) ঐক্যমঞ্চের নীতিমালা অনুযায়ী গঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সভাপতি মো. হাসেম আলী সেখ এবং সদস্য-সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) সভাপতি মো. ইমদাদুল হক।
কমিটির অন্য সদস্যরা হলেন সিআরসির সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাজিরবের আহ্বায়ক সজিয়া তাসনিম আপন, তারুণ্যের সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি রুহুল আমীন, ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাটেন্ট সোসাইটির সভাপতি তুহিন বাবু, লেখক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সিওয়াইবির সাধারণ সম্পাদক নিয়মাতুল্লাহ মুনিম, থিয়েটারের সভাপতি সাইফুন্নাহার লাকী, সাহিত্য সংসদের সহ-সভাপতি রেহেনুল ইসলাম চমক, আইইউমুনা’র মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারী নায়েজ মো. জিসান।
সদ্য মনোনীত সদস্য-সচিব ইমদাদুল হক বলেন, “ঐক্যমঞ্চ যেন তার ধারাবাহিক কার্যক্রমকে অতিক্রম করে, প্রত্যেকটি সংগঠনকে সাথে নিয়ে একত্রে এগিয়ে এসে ঐক্যমঞ্চের কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করতে পারে- এই প্রত্যাশা করছি।”
সদ্য নির্বাচিত আহ্বায়ক হাসেম আলী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ – ঐক্যমঞ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক চেতনা, সাংস্কৃতিক উৎকর্ষ এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামী দিনে আমি ঐক্যমঞ্চকে আরও সুসংগঠিত, অন্তর্ভুক্তিমূলক ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে সচেষ্ট থাকব। সামাজিক দায়িত্ববোধ, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং নৈতিক শিক্ষার আলোকে একটি সক্রিয় ও প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।
আশা করছি, ঐক্যমঞ্চের প্রতিটি সদস্যের সহযোগিতা, ঐক্য ও নিষ্ঠা আমাদের এই যাত্রাকে সফলতার শিখরে পৌঁছে দেবে।”