দিনাজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনাজপুরে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে শহরের ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সাবেক জেলা দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক কাজী মাহমুদ হোসেন লিটু, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ মজুমদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমুখ।