সারাদেশ

দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও পোনা মাছ অবমুক্ত 

রাসেল আহম্মেদ প্রধান,
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি
সবার জন্য পুষ্টি নিশ্চিত করি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দেবীগঞ্জে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের  আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বর্মন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ূন কবির, কৃষি কর্মকর্তা নাইম মোর্শেদ,
উপজেলা প্রকৌশলী (অঃদাঃ) এলজিইডি, মোঃ শাহরিয়ার ইসলাম শাকিল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শিরীন শারমিন, দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল গনি বসুনিয়া ও উপজেলা সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য উপাদান। দেশের অর্থনীতিতে এবং পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অপরিসীম। উৎপাদন বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণে মৎস্য চাষকে আরও সম্প্রসারণের আহ্বান জানান তারা।
সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,