পঞ্চগড় জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রতিনিধি সমাবেশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট শুক্রবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, তেতুঁলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী
অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর যুব সেলের সভাপতি, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা তোফায়েল হোসেন প্রধান।
সমাবেশে দারসুল কুরআন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা ও রিপোর্ট লেখার গুরুত্ব, কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় নির্বাচনে যুব সমাজের ভূমিকা বিষয়ে আলোচনা হয়।
জেলা জামায়াতের যুব সেলের সদস্য সচিব মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল আলম, বায়তুলমাল সেক্রেটারি হলি কুরআন মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিভাগের বিভাগীয় সেক্রেটারি, দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর আবুল বাশার বসুনিয়া, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সেল সদস্য শফিকুল ইসলাম এবং প্রভাষক শাহীন সুলতান প্রমুখ।