পঞ্চগড়ে আলোচিত জয় হত্যা মামলার প্রধান ৩ আসামি গ্রেফতার

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের চাঞ্চল্যকর জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে দিনাজপুরের বড়মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি যায়, গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টায় ভিকটিম জাবেদ উমর জয়কে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নেয় আসামিরা। পঞ্চগড় সদরের সিনেমা হল মার্কেটের সামনে তাকে ছুরি দিয়ে হত্যা করে। সেখানেই পূর্ব পরিকল্পিতভাবে জাবেদকে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে কৌশলে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, আসামীদের আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা আসামীদেরকে আদালতে হস্তান্তর করি।