কর্ণফুলীতে ৪টি চোরাই সিএনজি অটোরিক্সা উদ্ধার, গ্রেফতার -১

কর্ণফুলী প্রতিনিধি
কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া ৪টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। চোর চক্রের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ ছাবের চেয়ারম্যানের বাড়ীর পাশে বাঁশখালী বিল্ডিংয়ের নীচ তলা পার্কিং হতে মোঃ আব্দুল করিম(৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ আব্দুল করিম আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউপির সাং-গুনদ্বীপ পাড়া, মাহবুব আলী সওদাগর বাড়ির মৃত মোঃ জামাল উদ্দিন ও মৃত আয়েশা খাতুনের পুত্র।
সে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা, ৩নং ওয়ার্ড, বাশঁখালী বিল্ডিংয়ের ৩য় তলায় ভাড়া বাসায় থেকে চুরি কাজে জড়িত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
থানা সূত্রে জানা যায়- গত ২০ আগস্ট (বুধবার) দুপুরে শেফায়তুল করিম(২২)নামের এক চালক তার সিএনজি রেখে বড়উঠান ডাকপাড়া নামক স্হানে চায়ের দোকানের চা খেতে ঢুকলে পরে তার সিএনজি সেখান চুরি হয়। পরবর্তীতে তিনি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে কর্ণফুলী থানার মামলা নং-২২,
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ শফি উল্লাহ সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় পরে আসামীর দেখানো মতে অত্র মামলার চুরি হওয়া সিএনজি সহ আরো ৩টি চোরাই সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করে জব্দ তালিকামূলে রাখা হয়। আসামীকে মাধ্যমে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।