সারাদেশ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্য নিশ্চিত ও বৈষম্য নিরসনের দাবিতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে উপস্থিত জমির মালিকরা অভিযোগ করেন, অধিগ্রহণ প্রক্রিয়ার ৭ ধারা ও ৮ ধারার নোটিশ দেওয়ার পরও তারা নিজেদের মতামত প্রকাশের সুযোগ পাননি। ফলে প্রকৃত ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়নি। এতে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে হাজী মো. শহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম পাটোয়ারী, ফরিদ উদ্দিন মিয়া, জালাল উদ্দীন ও আবু জাফর প্রমুখ স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জমির মালিকদের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
অধিগ্রহণকৃত জমির ৮ ধারা প্রত্যাহার, পুনরায় সার্ভে করে স্থাপনা ও জমির বর্তমান বাজারদর অনুযায়ী ন্যায্যমূল্য নির্ধারণ না করা হলে আমরা হরতাল, অবরোধসহ প্রয়োজনে আত্মহুতির মতো চরম কর্মসূচিতে যেতে বাধ্য হব।”
ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু হওয়ার পর থেকেই অধিগ্রহণকৃত জমির মালিকরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,