সারাদেশ

ডায়রিয়া আক্রান্ত রোগীদের খোঁজখবর নিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জে হঠাৎ দেখা দেওয়া ডায়রিয়ার প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের খোঁজখবর নিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় নেতা সাইদুর রহমান বাচ্চু। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশে গিয়ে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
রোগীদের দ্রুত সুস্থতার জন্য চিকিৎসকদের আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে চিকিৎসা দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাচ্চু বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”
নেতৃবৃন্দ জানান, রাজপথে আন্দোলন-সংগ্রামের পাশাপাশি সাইদুর রহমান বাচ্চু অসুস্থ, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার সহজ-সরল জীবনধারা, নেতৃত্বগুণ এবং কর্মীদের প্রতি আন্তরিক ভালোবাসা তাকে জেলার রাজনীতিতে একটি ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এ সময় তিনি জানান, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকেও ডায়রিয়া আক্রান্তদের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।
হাসপাতাল পরিদর্শনে জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে রোগীদের স্বজনরা স্বস্তি প্রকাশ করেন এবং কৃতজ্ঞতা জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,